ঢাকা, শনিবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শিকলবাহায় আগুনে পুড়লো ৪ বসতঘর

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৬, জুন ১৭, ২০২৪
শিকলবাহায় আগুনে পুড়লো ৪ বসতঘর ...

চট্টগ্রাম: কর্ণফুলীর উপজেলার শিকলবাহায় আগুনে ৪টি পরিবারের বসতঘর পুড়ে গেছে।  

রোববার (১৬ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৭ নম্বর ওয়ার্ড মালুম মাঝির বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে মো. মনছুর, মো. সাইফুদ্দীন, মো. হারুণ ও মোহাম্মদ ফারুকের পরিবারের নগদ টাকা, স্বর্ণালঙ্কার, ফার্নিচার, ফ্রিজ, টিভিসহ আসবাবপত্র পুড়ে গেছে বলে জানান ইউপি সদস্য মো. রফিক। এ ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্তদের।

কর্ণফুলী মডার্ন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মো. ইসমাইল হোসেন বলেন, চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, জুন ১৭, ২০২৩ 
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।