ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চান্দগাঁওয়ে সেনা অভিযানে মাদকসহ ৩ জন গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪০, আগস্ট ১৮, ২০২৪
চান্দগাঁওয়ে সেনা অভিযানে মাদকসহ ৩ জন গ্রেপ্তার ...

চট্টগ্রাম: নগরের চান্দগাঁও এলাকায় সেনাবাহিনীর অভিযানে মাদক ও ছুরিসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল টিম এই অভিযান চালায়।

দলের নেতৃত্বে ছিলেন মেজর ইলিয়াস ফেরদৌস ও ওয়ারেন্ট অফিসার এমদাদ উল্লাহ চৌধুরী।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সুমন, মো. কাইয়ুম উদ্দিন ও মো. রুবেল মিয়া।

 
চান্দগাঁও থানার ডিউটি অফিসার শহীদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে গাঁজা, ইয়াবা, মাদক সেবনের উপকরণ এবং ২টি বড় ছোরা, ২টি চাকু উদ্ধার করা হয়। তাদেরকে চান্দগাঁও থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৪
এমআই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।