ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ইস্ট ডেলটা স্কুলে ভর্তি উৎসব

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২১, আগস্ট ১৯, ২০২৪
ইস্ট ডেলটা স্কুলে ভর্তি উৎসব ...

চট্টগ্রাম: চট্টগ্রামে যাত্রা শুরু করেছে ইস্ট ডেলটা ইন্টারন্যাশনাল স্কুল। এ উপলক্ষে গত শুক্র ও শনিবার (১৬-১৭ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে দুই দিনব্যাপী ভর্তি উৎসবের আয়োজন করা হয়।

 

নগরের নাছিরাবাদ এলাকায় ইস্ট ডেলটা ইউনিভার্সিটির পাশে অবস্থিত ইস্ট ডেলটা ইন্টারন্যাশনাল স্কুলে এ আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ইস্ট ডেলটা ইউনিভার্সিটির (ইডিইউ) ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান, ইডিইউর উপাচার্য এম নাজিম উদ্দিন ও প্রফেসারিয়েল ফেলো এম সিকান্দার খান।

 

অনুষ্ঠানে আগত ছাত্র, শিক্ষক ও দর্শনার্থীদের জন্য পুতুল নাচ, সার্কাস, প্লে হাউস, পাখির অভয়ারণ্য ইত্যাদি আয়োজন করা হয়।

এ ছাড়া শিক্ষার্থীদের শিক্ষাগত ও বিনোদনমূলক কর্মসূচির আয়োজন করা হয়। শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে শিশুদের জন্য অত্যাধুনিক অভ্যন্তরীণ তাপমাত্রা নিয়ন্ত্রিত সুইমিং পুল, গেমিং এরিয়াসহ বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়। বিদ্যালয়ে কেমব্রিজ পাঠক্রমের অধীনে প্লে গ্রুপ থেকে গ্রেড ৫ পর্যন্ত পাঠদানের ব্যবস্থা রয়েছে।  

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।