ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কোটা আন্দোলন: চট্টগ্রামে ১৫ মামলায় ৬০৭ জনকে অব্যাহতি 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৪
কোটা আন্দোলন: চট্টগ্রামে ১৫ মামলায় ৬০৭ জনকে অব্যাহতি  ...

চট্টগ্রাম: কোটা আন্দোলন চলাকালে চট্টগ্রামের ৬ থানায় দায়ের করা ১৫টি মামলার প্রতিবেদনে ৬০৭ আসামিকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ।

১৫টির মধ্যে পুলিশের ওপর হামলা, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে কোতোয়ালী থানায় ৫টি, পাঁচলাইশ থানায় ৪টি, বাকলিয়া থানায় ১টি, আকবর শাহ থানায় ১টি, চান্দগাঁও থানায় ২টি এবং খুলশী থানায় ২টি মামলা করা হয়।  

সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ) আবদুল মান্নান মিয়া জানান, কোটা সংস্কার আন্দোলন চলাকালে নগরের বিভিন্ন থানায় ২১ মামলা দায়ের করা হয়।

এরইমধ্যে ১৫টি মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়েছে।

এদিকে আরও ৬টি মামলার মধ্যে পাঁচলাইশ ও চান্দগাঁও থানায় শিক্ষার্থী খুনের দুটি মামলাও তদন্তাধীন রয়েছে।

পাঁচলাইশ থানার ওসি সন্তোষ কুমার চাকমা বলেন, পুলিশের করা খুনের মামলার তদন্ত চলছে। আসামিদের শনাক্ত করে অভিযোগপত্র দেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৪
এমআই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।