ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়ায় মাটির দেয়াল ধসে ঘুমন্ত শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৬, আগস্ট ১৯, ২০২৪
পটিয়ায় মাটির দেয়াল ধসে ঘুমন্ত শিশুর মৃত্যু ...

চট্টগ্রাম: পটিয়ায় ভারী বৃষ্টিতে মাটির ঘরের দেয়াল ধসে ঘুমন্ত অবস্থায় তাহমিদা মান্নান নিঝুম (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।  

সোমবার (১৯ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার ছনহরা ইউনিয়নের আলমদার পাড়া গ্রামের মাঝের বাড়িতে এ ঘটনা ঘটে।

 

শিশুর নিঝুম ওই এলাকার আবদুল মান্নানের মেয়ে ও স্থানীয় চাটারা নোমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী।  

স্থানীয়রা জানান, পার্শ্ববর্তী আমিনুল হকের গুদাম ঘর ভেঙে আবদুল মান্নান ঘরের দেয়ালে পড়ে।

এতে পুরো ঘরটি ভেঙে যায় এবং ঘুমন্ত শিশুটি মাটি চাপা পড়ে মৃত্যুবরণ করে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে থানার একটি দল ঘটনাস্থলে গেছে। স্থানীয়দের অনুরোধে এ বিষয়ে কোনও মামলা করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।