ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে ইউপি সচিব-চৌকিদারকে মারধর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৫, আগস্ট ২০, ২০২৪
বোয়ালখালীতে ইউপি সচিব-চৌকিদারকে মারধর প্রতীকী ছবি

চট্টগ্রাম: বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়ন পরিষদ (ইউপি) সচিব নির্মল চন্দ্র দাশ ও গ্রাম পুলিশের সদস্য (চৌকিদার) টুবুল বৈদ্যকে মারধর করেছে দুর্বৃত্তরা। তবে কারা এই হামলা চালিয়েছে তা জানা যায়নি।

 

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে পরিষদের বাইরে চৌমুহনী বাজারে এ ঘটনা ঘটে।  

ইউপি সচিব নির্মল চন্দ্র দাশ বলেন, চৌমুহনী বাজারের একটি ব্যাংকের সামনে স্থানীয় এক মেম্বারের সঙ্গে কথা বলছিলাম।

এই সময় হঠাৎ লোকজন আমাকে মারধর শুরু করেন। এতে মাথায় আঘাত পেয়েছি। পরে পটিয়া উপজেলার পাঁচুরিয়া হাসপাতালে চিকিৎসা নিয়েছি। মাথায় ৫টি সেলাই পড়েছে।  

গ্রাম পুলিশ সদস্য টুবুল বৈদ্য জানান, সকালে পরিষদ ঢুকতে চাইলে ৪০-৫০ জন লোক নিষেধ করেন। অনেকক্ষণ অপেক্ষার পর দফাদার বলেন বসে থেকে লাভ নেই চলে যেতে। এরপর চৌমুহনী বাজারের একটি মুদির দোকান থেকে বাজার করার সময় তারা আমাকে মারধর শুরু করে। পরে স্থানীয়রা তাদের হাত থেকে উদ্ধার করেন।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৪
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।