চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তারের পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন শিক্ষার্থীরা।
বুধবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৭টা থেকে কলেজের নতুন অ্যাকাডেমিক ভবনের সামনে আন্দোলন শুরু করেন তারা।
চমেক ৬৩ ব্যাচের শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষ ডা. সাহেনা আক্তার শিক্ষার্থীদের বিভিন্নভাবে মানসিক হয়রানি করতেন।
এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইকরাম হাসান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে যারা একাত্মতা জানিয়েছিল-ক্লাসরুমে গিয়ে তাদের হুমকি দিয়ে আসেন অধ্যক্ষ। এমনকি গত ৩ আগস্ট শান্তি সমাবেশের নামে শিক্ষার্থীদের আন্দোলনের বিরুদ্ধে কর্মসূচি পালন করে শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দেন তিনি।
এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের খবরে বুধবারও কলেজ ক্যাম্পাসে আসেননি অধ্যাপক ডা. সাহেনা আক্তার। গুঞ্জন আছে, আন্দোলনের খবরের পর তিনি তিনদিনের ছুটি নিয়েছেন।
বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৪
এমআর/এসি/টিসি