ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রেললাইন পর্যবেক্ষণে ছেড়েছে ট্রেন, এক বগিতে বন্যার্তদের খাবার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৪
রেললাইন পর্যবেক্ষণে ছেড়েছে ট্রেন, এক বগিতে বন্যার্তদের খাবার ...

চট্টগ্রাম: ফেনী ও কুমিল্লার বিভিন্ন স্থানে রেললাইন পানিতে ডুবে যাওয়ায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলাচলরত আন্তঃনগরসহ সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় বৃহস্পতিবার (২২ আগস্ট) থেকে।  

শনিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় রেললাইনের অবস্থা পর্যবেক্ষণে ইঞ্জিন ও তিনটি বগি নিয়ে পাহাড়তলী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গেছে একটি ট্রেন।

ওই ট্রেনের এক বগিতে বন্যার্তদের জন্য নেওয়া হয় ত্রাণ সামগ্রী।  

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, একটি ইঞ্জিন ও তিনটি বগি নিয়ে লাইন চেক করার জন্য ট্রেন গেছে।

মানুষ রেল স্টেশনে ত্রাণ সহায়তা নিয়ে ভিড় করেছিল। তাই একটি বগিতে বন্যাদুর্গত মানুষের জন্য এসব ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

চট্টগ্রাম বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সাজিদ হাসান নির্ঝর বাংলানিউজকে বলেন, আগ্রহীরা শুকনো খাবার, পাউরুটি, পানি, বিস্কুট, মোমবাতি, চিড়া, মুড়ি, জুস, গুঁড়ো দুধ, স্যালাইন ইত্যাদি ত্রাণসামগ্রী নিয়ে আসেন। রেললাইন চেক করার জন্য যে ট্রেনটি গেছে সেটির একটি বগিতে খাবার সামগ্রী লোড করা হয়েছে। আমরা নির্দিষ্ট স্টেশনে খাবারগুলো নামিয়ে দেব।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৪ 
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।