ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শিশুধর্ষণ: যুবকের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৪
শিশুধর্ষণ: যুবকের যাবজ্জীবন প্রতীকী ছবি।

চট্টগ্রাম: নগরের বায়েজিদ বোস্তামী থানায় ১২ বছরের এক শিশুকে মোবাইল নম্বর লিখে দিতে বাসায় ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে মো. রিপন হাওলাদার (৩৬) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৭ আগস্ট) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মো.জাকির হোসেন এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি নিখিল কুমার নাথ বাংলানিউজকে বলেন, ৬ সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে ১২ বছরের শিশুকে ধর্ষণের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মো. রিপন হাওলাদারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। রায়ের সময় আসামি উপস্থিত ছিলেন, পরে সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর নগরের বায়েজিদ বোস্তামীর একটি বাসায় ১২ বছরের এক শিশুকে মোবাইল নম্বর লিখে দেওয়ার কথা বলে মো. রিপন হাওলাদারে বাসায় নিয়ে যায়। সেখানে ধর্ষণ করে মো. রিপন । এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে ৯ সেপ্টেম্বর থানায় মামলা করেন। পুলিশ মামলার তদন্ত শেষে ২০১৮ সালের ২৩  জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০১৯ সালের ৩০ মে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।  

বাংলাদেশ সময়: ১৮৫০  ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৪
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।