চট্টগ্রাম: পতেঙ্গায় ছুরিকাঘাতে গৃহবধূ ফেরদৌস আরা (৪০) খুনের মামলায় দেবরসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পতেঙ্গা মডেল থানা পুলিশ।
তারা হলেন- মো. রনি (২৮) ও সোলাইমান (৪৮)।
রোববার (২০ জুলা) রাতে পতেঙ্গা থানাধীন চড়িহালদা মোড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
১৩ জুলাই দিবাগত রাতে গার্মেন্টকর্মী ফেরদৌসি আক্তারকে হত্যা করা হয়।
থানা সূত্রে জানা যায়, ২০১৩ সালে লোকমান হোসেনের (৪৫) সাথে বিয়ে হয় ফেরদৌসির। এই বিয়ে স্বামীর পরিবারের লোকজন মেনে নেয়নি। বিয়ের পর হতে স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন নানাভাবে তাকে হয়রানি করে আসছিল। তাদের সংসারে জান্নাতুল মাওয়া উর্মি (৮) নামে মেয়ে এবং মো. আশফাকুল ইসলাম (৩) নামে এক ছেলে রয়েছে।
ঘটনার এক সপ্তাহ আগে রান্নাঘর মেরামত করার জন্য অনুরোধ করলে স্বামী ফেরদৌসি আক্তারকে মারধর করে। ১৩ জুলাই রাত ১১টার দিকে দেবর মো. রনি (২৮) ও স্বামী মো. লোকমান হোসেন তাকে গালিগালাজ করে এবং রনি চাকু দিয়ে বুকে, পিঠে আঘাত করে পালিয়ে যায়। এ ঘটনায় গৃহবধূর ভাই মো. মামুন খান (৩৬) বাদী হয়ে ১৪ জুলাই পতেঙ্গা মডেল থানায় মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই এইচএম হারুনুজ্জামান রোমেল জানান, ২০ জুলাই খুনের মামলায় ৭ জনকে আসামি করা হয়। ১ নম্বর আসামি মো. রনি ও ৩ নম্বর আসামি সোলাইমানকে (৪৮) গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
এসি/টিসি