ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৪, জুলাই ২১, ২০২৫
সীতাকুণ্ডে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার ...

চট্টগ্রাম: সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।  

সোমবার (২১ জুলাই) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পড়ে থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

হাইওয়ে পুলিশ জানায়, সলিমপুর সাঙ্গু গ্যাস ফিল্ড সড়কের মুখে লাশটি পড়ে থাকার খবর পেয়ে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। ওই ব্যক্তির কোমরের ওপরের অংশে শরীর থেঁতলানো, মুখে আঘাতের চিহ্ন ছিল।

 

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আবদুল মোমিন বলেন, ধারণা করা হচ্ছে, ভোরে সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।  

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।