ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চমেকের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. জসিম উদ্দিন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৪
চমেকের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. জসিম উদ্দিন ...

চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিক্যাল কলেজে (চমেক) ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ জসিম উদ্দিনকে। তিনি অধ্যাপক ডা. সাহেনা আকতারের স্থলাভিষিক্ত হচ্ছেন।

 

বুধবার (২৮ আগস্ট) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব দূর-রে-শাহ্‌ওয়াজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নতুন অধ্যক্ষ নিয়োগের বিষয়টি জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, অধ্যাপক ডা. মোহাম্মদ জসিম উদ্দিনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তারকে ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে।

এদিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. নাজমুল হোসেনকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) দায়িত্ব দেওয়া হয়েছে। ২০০৯ সাল থেকে তিনি কার্ডিয়াক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৪
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।