ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফেনীতে বন্যার্তদের পাশে ছাত্রশিবির 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৪
ফেনীতে বন্যার্তদের পাশে ছাত্রশিবির 

চট্টগ্রাম: ফেনীতে সম্প্রতি ভয়াবহ বন্যায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখা। গেল ২৩ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত সংগঠনটির পক্ষ থেকে টানা পাঁচ দিন ফেনী জেলার ফুলগাজী, ছাগলনাইয়া, পরশুরাম উপজেলাসহ মোট সাতটি এলাকায় উদ্ধার ও উপহার প্রদান কার্যক্রম পরিচালনা করা হয়।

 

এজন্য চট্টগ্রাম মহানগর উত্তরের ৫০ সদস্যের একটি টিম গঠন করা হয়। তারা ৫টি উদ্ধারকারী বোট ব্যবহার করে দুই হাজার পরিবারের মাঝে উপহার সামগ্রী পৌঁছে দিতে সক্ষম হয়।

উপহার সামগ্রীর মধ্যে রয়েছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় সামগ্রী।

ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি ফখরুল ইসলাম বাবু বলেন, ছাত্রশিবিরের মানবতার কল্যাণে কাজ করার ইতিহাস রয়েছে। মানবতার কল্যাণে কাজ করার মধ্য দিয়ে ছাত্রশিবির সকল মানুষের আস্থার জায়গায় পরিণত হয়েছে। দেশের যেকোনো ক্রান্তিকালে অতীতে যেমনিভাবে ছাত্রশিবির তার সর্বোচ্চ সামার্থ্য নিয়ে পাশে থাকার চেষ্টা করছে, আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। এক্ষেত্রে কোনো দল-মত, ধর্ম-বর্ণ বা শ্রেণীবিভেদ থাকবে না।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।