ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দিলেন এসএ গ্রুপের কর্মকর্তা-কর্মচারীরা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৪
বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দিলেন এসএ গ্রুপের কর্মকর্তা-কর্মচারীরা

চট্টগ্রাম: বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যায় দুর্গতদের পাশে দাঁড়িয়েছে শিল্পগোষ্ঠী এসএ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। ইতোমধ্যে বন্যার্তদের সহায়তায় প্রতিষ্ঠানটির সব কর্মকর্তা-কর্মচারী তাদের একদিনের বেতন দিয়েছেন।

ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে রোববার (১ সেপ্টেম্বর) ফেনী জেলার রাজাপুর বাজার, ফুলগাজী ও দৌলতপুর, রাজগঞ্জের ছোয়ান্নী গ্রাম এবং নোয়াখালী জেলার মাইজদী এলাকার কয়েকশ' পরিবারের মাঝে ৭ টন জরুরি খাবার, পানীয় জল ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।  

এছাড়া বন্যার শুরু থেকে এসএ গ্রুপ কুমিল্লা, ফেনী, নোয়াখালী, মীরসরাই, ফটিকছড়ি ও খাগড়াছড়িতে বিভিন্ন সরকারি-বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমেও ত্রাণ সহায়তা দিয়ে আসছে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।