ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পচা সুপারি কেমিক্যাল মিশিয়ে পরিষ্কার, জরিমানা দেড় লাখ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
পচা সুপারি কেমিক্যাল মিশিয়ে পরিষ্কার, জরিমানা দেড় লাখ

চট্টগ্রাম: নগরের চাক্তাইয়ে নষ্ট-পচা সুপারি অননুমোদিত কেমিক্যালে পরিষ্কারের পর বাজারজাত করায় মেসার্স সালাম স্টোরকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।  

বুধবার (২৫ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা অধিকার  সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে এ জরিমানা করা হয়।

সিএমপির একটি টিমের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন আক্তার, মো. আনিছুর রহমান ও রানা দেব নাথ।  

সুপারির পাইকারি দোকানটি ছাড়াও মিষ্টিফুল নামের একটি বেকারিকে অপরিচ্ছন্নতা, পণ্যের মূল্য-মেয়াদ না লেখায় ৫ হাজার টাকা জরিমানাসহ সতর্ক করা হয়েছে।

 

জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নাসরিন আক্তার।  

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।