ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পুলিশের সোর্স পরিচয়ে চাঁদাবাজি, স্থানীয়দের গণধোলাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৪
পুলিশের সোর্স পরিচয়ে চাঁদাবাজি, স্থানীয়দের গণধোলাই ...

চট্টগ্রাম: পুলিশের সোর্সের পরিচয় দিয়ে দীর্ঘদিন এলাকায় চাঁদাবাজি করার অভিযোগে মো. শাহাজান প্রকাশ আকাশ নামে এক ব্যক্তিকে গণধোলাই দিয়েছে স্থানীয়রা।  

রোববার (২৯ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে বায়েজিদ বোস্তামী থানার কুঞ্জুছায়া আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মো. শাহাজান প্রকাশ আকাশ নগরের বায়েজিদ বোস্তামী থানার পুলিশের সোর্স ছিলেন। সোর্স পরিচয়ে এলাকায় বিভিন্ন মানুষজনকে হয়রানি করতেন তিনি।

পুলিশের সোর্সের পরিচয় দিয়ে চাঁদাবাজি করার অভিযোগে থানায় চাঁদাবাজির মামলাও রয়েছে। রোববার রাতে শাহজাহানকে গণধোলাই দেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় শাহজাহানকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বাংলানিউজকে বলেন, পুলিশের সোর্সের পরিচয় দিয়ে মো. শাহাজান দীর্ঘদিন এলাকায় চাঁদাবাজি করেছে বলে এলাকায় জনশ্রুতি রয়েছে। আমিতো থানায় নতুন। স্থানীয় জনতা তাকে আটক করে রোববার রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তার বিরুদ্ধে থানায় চাঁদাবাজির মামলা রয়েছে।  সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।  

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।