ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চিটাগাং চেম্বার প্রশাসকের মেয়াদ ৯০ দিন বাড়লো

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৪
চিটাগাং চেম্বার প্রশাসকের মেয়াদ ৯০ দিন বাড়লো ...

চট্টগ্রাম: দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশার বর্তমান মেয়াদ আরও ৯০ দিন বাড়িয়ে মোট ২১০ দিন করা হয়েছে।  

বুধবার (১ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখার সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) অমিত দেব নাথ স্বাক্ষরিত এক চিঠিতে মেয়াদ বাড়ানোর বিষয়টি জানানো হয়।

 

চিঠিতে বলা হয়, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসকের মেয়াদোত্তীর্ণের তারিখ ৭-০১-২০২৫ থেকে বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৭ ধারা মোতাবেক ৯০ দিন নির্দেশক্রমে বাড়ানো হয়েছে।  

চেম্বার সূত্রে জানা গেছে, গত ০২ সেপ্টেম্বর চিটাগাং চেম্বারের পরিচালনা পর্ষদ থেকে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি ও পরিচালকসহ ২৪ জন সদস্য পদত্যাগ করেন।

এ প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক বাণিজ্য সংগঠন) ড. নাজনীন কাউসার চৌধুরী স্বাক্ষরিত পত্রের মাধ্যমে সরকারের অনুমোদনক্রমে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশাকে চট্টগ্রাম চেম্বারের প্রশাসক নিয়োগ করে আদেশ জারি করা হয়। আদেশে ১২০ দিনের মধ্যে চেম্বারে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করতে নির্দেশনা দেওয়া হয়।  

তবে চেম্বারের চলমান সদস্য নবায়ন কার্যক্রম সম্পাদন ও নতুন সদস্য অন্তর্ভুক্তিসহ একটি নির্ভুল ভোটার তালিকা তৈরি ও সব সদস্যের ভোটাধিকার নিশ্চিতের মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য ব্যবসায়ীরা চেম্বার প্রশাসক বরাবর দারি জানালে গত ১৯ সেপ্টেম্বর মহাপরিচালক বাণিজ্য সংগঠন, বাণিজ্য মন্ত্রণালয় এর কাছে চেম্বার থেকে প্রশাসকের মেয়াদ বাড়ানোর অনুরোধ জানিয়ে চিঠি দেওয়ার প্রেক্ষিতে বর্তমান প্রশাসকের মেয়াদ নতুন করে ৯০ দিন বাড়ানো হয়।  

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।