ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চাকসু নির্বাচন: আচরণবিধির মতবিনিময় সভা থেকে ছাত্রদলের ওয়াক আউট

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৮, সেপ্টেম্বর ১১, ২০২৫
চাকসু নির্বাচন: আচরণবিধির মতবিনিময় সভা থেকে ছাত্রদলের ওয়াক আউট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এর খসড়া আচরণবিধি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে সভা বর্জন করেছে শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভার আয়োজন করে নির্বাচন কমিশন।

শুরুতে কমিশনের সদস্য অধ্যাপক ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ খসড়া আচরণবিধি পাঠ করেন। পরবর্তীতে শিক্ষার্থীরা নানা প্রশ্ন তুললে কমিশন উত্তর দিলেও কথা বলার সুযোগ না পেয়ে অডিটোরিয়ামে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সভার শেষ দিকে প্রশাসনের ওপর পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে ছাত্রদল নেতাকর্মীরা সভা থেকে বেরিয়ে যান।  

চবি ছাত্রদলের সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, যে প্রশাসনের ওপর শিক্ষার্থীরা আস্থা হারিয়েছে, সেই প্রশাসনের পক্ষে নিরপেক্ষ নির্বাচন আয়োজন সম্ভব—এটা নিয়ে আমরা সন্দিহান। আমাদের জয়েন্ট সেক্রেটারি সহ সবাই বেরিয়ে গেছেন, আমি সর্বশেষ বের হয়েছি।  

অন্যদিকে, প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, “আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে বদ্ধপরিকর। আমরাই প্রথম নির্বাচন কমিশনার যারা শপথ গ্রহণ করেছি। প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক হবে। ফলাফল পজিটিভ আসলে তাদের প্রার্থিতা বাতিল করা হবে, তবে প্রাইভেসির স্বার্থে নাম প্রকাশ করা হবে না।

সভায় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ও সদস্যসচিব অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী, অধ্যাপক ড. বেগম ইসমত আরা হক, প্রফেসর ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ, ড. মো: আনোয়ার হোসেন, অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ ও অধ্যাপক মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী।

এমএ/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।