ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৩, অক্টোবর ১৭, ২০২৪
লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে  ...

চট্টগ্রাম: লোহাগাড়ার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে পড়ে গেছে।  

এ দুর্ঘটনায় চালক ও মাইক্রোবাসে থাকা যাত্রীরা আহত হন।

গুরুতর আহত চালক মোহাম্মদ রুবেলকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভোরে ঢাকা থেকে কক্সবাজারগামী মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৯-৭৫৫২) নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।

মাইক্রোবাসে কতজন যাত্রী ছিলেন, তা জানা যায়নি।

দোহাজারী হাইওয়ে থানার এএসআই আবদুর রহমান জানান, নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে গেলে চালক মোহাম্মদ রুবেল মাথায় ও পায়ে আঘাত পান। এসময় মাইক্রোবাসের কয়েকজন যাত্রীও আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি হাইওয়ে থানায় রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৪ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।