ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে রেলের ৩৪ শতক জমি উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২০, সেপ্টেম্বর ১০, ২০২৫
বোয়ালখালীতে রেলের ৩৪ শতক জমি উদ্ধার

চট্টগ্রাম: বোয়ালখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়ে বেদখল হওয়া প্রায় ৩৪ শতক জমি উদ্ধার করেছে রেলওয়ে।  

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে গোমদণ্ডী রেলওয়ে স্টেশন থেকে কানুনগোপাড়া সড়কের লেভেল ক্রসিং বুড়ি পুকুর পাড় এলাকা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে রেলওয়ে পূর্বাঞ্চলের ভূসম্পত্তি বিভাগ।

এতে নেতৃত্ব দেন রেলওয়ের সিনিয়র সহকারী সচিব ও বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা।

তিনি বলেন, গোমদণ্ডী রেলওয়ে স্টেশন ও আশেপাশের এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

এ অভিযানে প্রায় ১৫ হাজার বর্গফুট বা ৩৪ শতক জমি উদ্ধার করা হয়েছে। এর আগে গত বছরের ডিসেম্বর মাসে রেলপথ মন্ত্রণালয় থেকে রেলভূমি উদ্ধারের জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছিলো।

বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।