ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাড়ির আঙিনার পানিতে এডিসের লার্ভা, জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৪
বাড়ির আঙিনার পানিতে এডিসের লার্ভা, জরিমানা ...

চট্টগ্রাম: নগরের বায়েজিদের কুঞ্জছায়া আবাসিক এলাকার ফুটপাতে নির্মাণসামগ্রী রাখা এবং বিভিন্ন বাসা-বাড়ির আঙিনায় জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা পাওয়ায় ৬ জনকে ৫২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন এ অভিযানে নেতৃত্ব দেন।

 

চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে অপর অভিযানে কুঞ্জছায়া আবাসিক এলাকায় রাস্তা ওপর দোকান বসিয়ে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৬ জনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

অভিযানের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ।

 

তিনি জানান, সিএমপির সহায়তায় দুইজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।   

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।