চট্টগ্রাম: বোয়ালখালীতে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনের কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ ইসলাম মাঠে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসা।
এ সময় ইউএনও হিমাদ্রী খীসা বলেন, কৃষিতে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি ছাড়া আমাদের বিকল্প কোনো পথ নেই। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রতিনিয়ত এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে, তারা গবেষণা করছেন, প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের প্রশিক্ষণ দিচ্ছেন এবং কৃষিতে প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করছেন।
উপজেলা কৃষি অফিসার মো. আতিক উল্লাহর সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা গৌতম চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল করিম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেদী হাসান, পল্লী বিদ্যুতের ডিজিএম প্রকৌশলী শ ম মিজানুর রহমান, সাংবাদিক মুজাহিদুল ইসলাম, বোয়ালখালী প্রেসক্লাব সভাপতি এসএম মোদ্দাচ্ছের ও অর্থ সম্পাদক দেবাশীষ বড়ুয়া রাজু প্রমুখ।
উদ্বোধনের আগে মেলার কৃষি প্রযুক্তির বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা। ১৮ অক্টোবর পর্যন্ত মেলা চলবে।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৪
এমআর/পিডি/টিসি