ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম এভিয়েশন ক্লাবের সভাপতি একরামুল, সম্পাদক মোর্শেদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
চট্টগ্রাম এভিয়েশন ক্লাবের সভাপতি একরামুল, সম্পাদক মোর্শেদ ...

চট্টগ্রাম: বেসরকারি বিমান সংস্থার প্রতিনিধিদের নিয়ে গঠিত চট্টগ্রাম এভিয়েশন ক্লাবের কার্যনির্বাহী কমিটির নেতৃত্ব নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুই বছরের জন্য মো. একরামুল ইসলাম সভাপতি এবং মো. মনজুর মোর্শেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

 

সাত সদস্যের কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন- সাংগঠনিক সম্পাদক মো. মনিরুল ইসলাম চৌধুরী, অর্থ সম্পাদক আদনান রহমান বাপ্পী, দপ্তর সম্পাদক এসএম তানভির আলম, প্রচার সম্পাদক মো. রিজওয়ানুল ইসলাম এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সুমিত বিশ্বাস।

এ ছাড়া বিগত কমিটির সভাপতি আসিফ চৌধুরীকে ‘পাস্ট প্রেসিডেন্ট’ হিসেবে সম্মানজনক পদমর্যাদায় রাখা হয়েছে।

চট্টগ্রাম এভিয়েশন ক্লাব নির্বাচন-২০২৪ পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষসময় নির্ধারণ করা হয়েছিল। ২৯ নভেম্বর নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছিল। কিন্তু সভাপতি-সাধারণ সম্পাদকসহ কোনো পদে একাধিক প্রতিদ্বন্দ্বী না থাকায় মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর সাতজনকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

পাস্ট প্রেসিডেন্ট আসিফ চৌধুরী নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন এবং আগামীতে দায়িত্ব পালনে তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

আসিফ চৌধুরী বলেন, সবার সম্মিলিত সহযোগিতায় চট্টগ্রাম এভিয়েশন ক্লাবের সাংগঠনিক যে অভূতপূর্ব অগ্রগতি হয়েছে, ক্লাবের কর্মকাণ্ড যেভাবে বিস্তৃত ও অগ্রসর হচ্ছে, নতুন কমিটি সেই ধারাবাহিকতা বজায় রেখে ক্লাবকে আরও এগিয়ে নেবে, এটাই আমি প্রত্যাশা করি। আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা প্রয়োজন হবে, সবটুকু নিয়ে আমি নতুন নেতৃত্বের পাশে থাকবো।  

মো. একরামুল ইসলাম বলেন, চট্টগ্রাম এভিয়েশন ক্লাব একটি অলাভজনক সংগঠন। প্রতিষ্ঠার পর থেকেই এ সংগঠনকে আমরা একটি সামাজিক দায়বদ্ধ প্রতিষ্ঠানে রূপ দিয়েছি। নিছক সাংগঠনিক কর্মকাণ্ডের বাইরে গিয়ে আমরা শীতার্ত মানুষের পাশে শীতবস্ত্র নিয়ে দাঁড়িয়েছি। অনাথ আশ্রম, এতিমখানায় সাহায্যের হাত বাড়িয়েছি। যেকোনো দুর্যোগ-দুর্বিপাকে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এভাবে আমরা সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমাদের কার্যক্রম ভবিষ্যতেও পালন করবো।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।