ঢাকা, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাংলাদেশের ৭৯ নাবিকসহ দুই ট্রলার নিয়ে গেল ভারতীয় কোস্টগার্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৮:০৫ পিএম, ডিসেম্বর ১০, ২০২৪
বাংলাদেশের ৭৯ নাবিকসহ দুই ট্রলার নিয়ে গেল ভারতীয় কোস্টগার্ড এ ট্রলারসহ দুইটি ট্রলার আটক করে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: বাংলাদেশের সমুদ্রসীমার শেষ প্রান্তে মাছ ধরার সময় ৭৯ নাবিকসহ দুটি ট্রলার নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড।  

সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে খুলনার হিরণ পয়েন্টের অদূরে এ ঘটনা ঘটে।

 

সূত্র জানায়, এসআর ফিশিংয়ের মালিকানাধীন এফভি লায়লা–২ ও সিঅ্যান্ডএ অ্যাগ্রোর মালিকানাধীন এফবি মেঘনা–৫ বাংলাদেশের সমুদ্রসীমার শেষপ্রান্তে মাছ ধরছিল। এ সময় ভারতীয় কোস্টগার্ড এসে ট্রলার দুইটি নিয়ে যায়।

এ সময় একটি ট্রলারে ৪২ জন, অন্য ট্রলারে ৩৭ জন নাবিক ছিলেন। ভারতের কোস্টগার্ড ট্রলার দুইটি আটকের পর ভারতীয় নৌবাহিনীর কাছে হস্তান্তর করেছে। তবে নাবিকেরা সবাই ভালো আছেন বলে কোম্পানির অন্য ট্রলারকে বেতারবার্তায় জানিয়েছেন মেঘনা-৫ ট্রলারটির ক্যাপ্টেন রাহুল বিশ্বাস।  

নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডোর মোহাম্মদ মাকসুদ আলম বাংলানিউজকে বলেন, বাংলাদেশি ট্রলার দুটির সর্বশেষ অবস্থান পর্যবেক্ষণ করে আমরা জেনেছি আমাদের সমুদ্রসীমার মধ্যেই মৎস্য আহরণে নিয়োজিত ছিল। সেখান থেকে ভারতীয় কোস্টগার্ড নিয়ে যায়। ঘটনার পর বাংলাদেশের কোস্টগার্ডসহ সরকারি সংস্থাগুলো ভারতের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে। ট্রলার দুটি উদ্ধারে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
এআর/টিসি

বাংলাদেশ সময়: ৮:০৫ পিএম, ডিসেম্বর ১০, ২০২৪ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।