ঢাকা, বৃহস্পতিবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

‘সমান সুযোগ পাওয়া সবার অধিকার’

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩২, অক্টোবর ১৫, ২০২৫
‘সমান সুযোগ পাওয়া সবার অধিকার’

চট্টগ্রাম: আইনের চোখে সবাই সমান। সমান সুযোগ পাওয়া সবার অধিকার।

নারী অধিকারও এর অন্তর্ভুক্ত। নারীর অংশগ্রহণ বাড়াতে হবে।
নারী ভিকটিমরা যাতে আইনের সর্বোচ্চ সুযোগ সুবিধা পায়, এক্সেস টু জাস্টিসের সুযোগ পায় সে বিষয়ে সচেতন করতে হবে।  

নাগরিকতা সিভিক এনগেজমেন্ট তহবিলের অর্থায়নে অপরাজেয় বাংলাদেশের সহায়তায় জেএসইউএসের বাস্তবায়নরত পারায়ণ প্রকল্পের কর্মশালার উদ্বোধনকালে চট্টগ্রামের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন এসব কথা বলেন।  

বুধবার (১৫ অক্টোবর) চট্টগ্রাম জেলা জজ আদালত ভবন সম্মেলন কক্ষে জেএসইউএস সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ রফিকুল আলমের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন জেলা লিগ্যাল অ্যাইড অফিসার (সিনিয়র সহকারী জজ) রুপন কুমার দাশ, সিনিয়র তথ্য কর্মকতা বাপ্পী চক্রবর্তী, মহানগর পিপি মফিজুল হক ভূঁইয়া, থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম।  

মানবাধিকার সুরক্ষা ও আইনি সহায়তা বিষয়ে আলোচনা করেন জেলা লিগ্যাল অ্যাইড অফিসার রুপন কুমার দাশ,  জেন্ডার বিষয়ক ধারণা, নারীর প্রতি সহিংসতা, বৈষম্য দূরীকরণে জীবনের বিভিন্ন পর্যায়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ে আলোচনা করেন ব্র্যাকের প্রশিক্ষক আলী আকবর, জেএসইউএস পারায়ন প্রকল্প উপস্থাপন করেন জেএসইউএস মিল অফিসার আহসান উল্লাহ।

বক্তব্য দেন জেএসইউএস ব্যবস্থাপনা উপদেষ্টা কবি সাঈদুল আরেফীন ও নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীন।  

এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।