ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় আরও ত্যাগ স্বীকার করতে হবে: শাহজাহান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৫
ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় আরও ত্যাগ স্বীকার করতে হবে: শাহজাহান ...

চট্টগ্রাম: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, মহানগর আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের কর্মীদের আরো ত্যাগ-কুরবানি করতে হবে। ইসলামী আন্দোলনের শপথের কর্মীরাই আল্লাহর পথে জান ও মালের কুরবানি দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করে যাচ্ছে।

 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় মহানগর জামায়াতের কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত ইসলামী ছাত্রশিবিরের সদ্যবিদায়ী সদস্যদের নিয়ে প্রীতি সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দ্বীনের পরিপূর্ণ দায়িত্ব পালনের জন্য নিজের জীবন-মরণ এবং নামাজ ও সকল কর্মকাণ্ড একমাত্র আল্লাহর জন্য হতে হবে।

তিনি একমাত্র আল্লাহকে ইলাহ এবং মুহাম্মদ (সা.) একমাত্র নেতা হিসেবে গ্রহণ করতে হবে। তিনি প্রাক্তন সদস্যদেরকে দ্বীনের জন্য পরিপূর্ণ আনুগত্য ও সাংগঠনিক শৃঙ্খলা মেনে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ছাত্র-জনতার বিপ্লব আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও বিজয়। এই বিজয়ের মাধ্যমে মানবতার বিজয়ের সূচনা হয়েছে। এই বিজয় পূর্ণাঙ্গ হবে যখন বাংলার জমিনে আল্লাহর বিধান কায়েম হবে। যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে তখন মানুষ ন্যায়বিচার ও মৌলিক অধিকার পাবে। অধিকার পেতে মানুষকে তখন আর রক্ত দিতে হবে না, জীবন দিতে হবে না। এখন আল্লাহর দ্বীন কায়েমের জন্য যে সংগঠন আন্দোলন করে আসছে, সেই সংগঠনের দিকে মানুষ দলে-দলে ধাবিত হচ্ছে।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগর নায়েবে আমির ড. আ জ ম ওবায়েদুল্লাহ ও পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম মহানগরী এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা ফখরুল ইসলাম, শহিদুল ইসলাম, ছাত্রশিবিরের মহানগর উত্তরের সভাপতি তানজির হোসেন জুয়েল, মহানগর দক্ষিণের সভাপতি ইব্রাহীম রনি, চবি সভাপতি মুহাম্মদ ইব্রাহীম, ছাত্রশিবিরের মহানগর দক্ষিণের সাবেক সেক্রেটারি মুহাম্মদ ইকবাল প্রমুখ।

সমাবেশে সদ্যবিদায়ী সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন আবরার হাসান রিয়াদ, জাহেদুল ইসলাম, আব্দুল কাইয়ুম, ইরফানুজ্জামান, হাফেজ জাহেদুল ইসলাম, মোহাম্মদ শাহরিয়ার, নুরুল আমিন, ইয়াসিন আরফাত ও মুহাম্মদ আইয়ুব।

সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ মোরশেদুল ইসলাম চৌধুরী, নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান, কর্মপরিষদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান, আবু হেনা মোস্তফা কামাল, আবু বকর, প্রফেসর সাইফুল্লাহ, হামেদ হাসান ইলাহী, সাবেক ছাত্রনেতা ইমরানুল হক, আমান উল্লাহ আমান, আ ন ম জোবায়ের, হাসনাইন আহমেদ, পশ্চিম জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আইয়ুবুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৫ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।