চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় স্থানীয়দের হামলায় গুরুতর আহত চবি শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে গিয়েছেন মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী।
সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে যান।
এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মদ ইব্রাহিম রনি, চবি সভাপতি মুহাম্মদ আলী, চকবাজার থানা আমির আহমদ খালেদুল আনোয়ার, নায়েবে আমির আব্দুল হান্নান, সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরী, ডা. ইরফান চৌধুরী, জামায়াত নেতা মোহাম্মদ ইলিয়াছ প্রমুখ।
এ সময় নেতৃবৃন্দ চিকিৎসকদের কাছ থেকে আহত শিক্ষার্থীদের শারীরিক খোঁজ-খবর নিয়ে তাদের আশু সুস্থতা কামনায় দোয়া করেন। এসময় শিক্ষার্থীদের উপর এরকম ন্যাক্কারজনক হামলার ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে শাহজাহান চৌধুরী বলেন, অনতিবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত আওয়ামী দোসরসহ সব সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বিই/পিডি/টিসি