ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ভোটার তালিকা হালনাগাদ: চট্টগ্রামেও শুরু হলো বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
ভোটার তালিকা হালনাগাদ: চট্টগ্রামেও শুরু হলো বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ

চট্টগ্রাম: সারা দেশের মতো চট্টগ্রামেও বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সোমবার (২০ জানুয়ারি) থেকে শুরু হয়েছে।  

২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম কিংবা যারা আগের ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম থেকে বাদ পড়েছেন, হালনাগাদ ভোটার তালিকায় তাদের অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুস।

তিনি বলেন, চট্টগ্রামের মহানগর ও জেলার ১৫ উপজেলায় বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারদের তথ্য সংগ্রহের জন্য ৩ হাজার ৫৪২ জন তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। মাঠ তারা পর্যায়ে কাজ করছেন।

এর মধ্যে তথ্য সংগ্রহকারী রয়েছেন ২ হাজার ৯১২ জন এবং সুপারভাইজার ৬৩০ জন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানায়, এই তথ্য সংগহের কাজ চলবে ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ছবি তুলে নিবন্ধন সম্পন্ন করার কাজ। ১১ এপ্রিল পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলবে। নতুন ও বাদ পড়াদের তথ্য সংগ্রহ এবং বিদ্যমান তালিকা থেকে মৃতদের নাম বাদ দেওয়ার জন্য তথ্য নেওয়া হবে। তথ্য সংগ্রহের পর ছবিসহ নিবন্ধনের পর আগামী ৫ মে খসড়া ভোটার তালিকা প্রস্তুত করা হবে।

এদিকে সোমবার নগরের পাহাড়তলীতে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন করে ৫ সদস্যের ইউএনডিপির আবাসিক প্রতিনিধিদল।  

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।