চট্টগ্রাম: নগরের গোলপাহাড় মোড়ে উইকন প্রপার্টিজ লিমিটেডের এর নতুন বাণিজ্যিক প্রকল্প ‘উইকন স্কাইরিজ’র ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকালে ওআরনিজাম রোডের ১৩০৫নং প্রাঙ্গণে দোয়া ও তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির নির্মাণ কাজের উদ্বোধন ঘোষণা করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ল্যান্ড ওনার নুর বেগম ও তাঁর ওয়ারিশরা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পিটুপি ও উইকন চেয়ারম্যান সাদমান সাঈকা সেফা, ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আশরাফল ইসলাম আলভী, পরিচালক মোস্তফা আমিনুল ইসলাম, পরিচালক স্থপতি মাহাদী ইফতেখার, পরিচালক স্থপতি রতন মন্ডল, পরিচালক প্রকৌশলী মোহাম্মদ নাজিম উদ্দিন খান, পরিচালক পিয়ারস কমিউনিকেশন নির্ঝর চক্রবর্তী, পিটুপি হেলথ কেয়ার সিইও ড. মো. এনামুল হক, গ্রুপ সিওও মেজর মো. আমিনুল হক, সিবিও রেজাউল হক লিমন, সিটিও ইঞ্জি. সৌমেন পাল জিতু, হেড অব বিজনেস অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট নাজমুল বিন আবেদীন, উইকন জিএম মোহাম্মদ নাজমুল হোসেন সুমন, একাউন্ট জিএম মো. আবদুল কাইয়ুম, গ্রুপ ডিজিএম রামেন দাস গুপ্ত, একাউন্ট এজিএম মো. শাখাওয়াত হোসেইন চৌধুরী, উইকন-ইএনসিএল এজিএম সুমন মুখার্জি, উইকন ডিজিএম হিল্লোল চৌধুরী, উইকন এজিএম মাসুদ চৌধুরী, উইকন এজিএম মো. সাব্বির নেওয়াজ, সিনিয়র ম্যানেজার মো. মারুফুল আলম, সিনিয়র ম্যানেজার সান্তু দত্ত, সিনিয়র ম্যানেজার রুমি চৌধুরী, পিটুপির ঊর্ধ্বতন কর্মকর্তা, ক্লায়েন্ট, শুভানুধ্যায়ী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।
এ সময় বক্তারা বলেন, উইকন প্রপার্টিজ শুধু ভবন নির্মাণ করে না, বরং গড়ে তোলে মানসম্পন্ন জীবনধারা ও ব্যবসায়িক পরিবেশের নতুন ধারা। প্রতিষ্ঠানটি আধুনিক স্থাপত্য, নির্ভুল পরিকল্পনা, দক্ষ ব্যবস্থাপনা ও সময়নিষ্ঠ কার্যসম্পাদনের মাধ্যমে ইতোমধ্যে চট্টগ্রামের রিয়েল এস্টেট খাতে এক আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।
তারা আরও বলেন,‘উইকন স্কাইরিজ’ হবে এক অনন্য দৃষ্টান্ত—যেখানে গ্রাহকের চাহিদা, আরাম, নিরাপত্তা ও নান্দনিকতার সমন্বয়ে গড়ে উঠবে এক প্রিমিয়াম বাণিজ্যিক অভিজ্ঞতা। এই প্রকল্প শুধু একটি স্থাপনা নয়, এটি হবে চট্টগ্রামের ব্যবসায়িক কেন্দ্রের আধুনিকতা, আস্থা ও অগ্রগতির প্রতিচ্ছবি।
পিডি/টিসি