ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পাহাড়তলীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১০, মার্চ ৭, ২০২৫
পাহাড়তলীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের প্রতীকী ছবি

চট্টগ্রাম: নগরের পাহাড়তলীর সাগরিকা মোড়ে সড়ক দুর্ঘটনায় প্রিয়তোষ বণিক (৩৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।  

শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানের নিচে পড়ে গুরুতর আহত হন প্রিয়তোজ।

পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।  

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পিকআপ ভ্যানের নিচে পড়ে গুরুতর আহত প্রিয়তোষকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে ২নং ওয়ার্ডে প্রেরণ করেন।

সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, মার্চ ৭, ২০২৫
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।