ঢাকা, শনিবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সিএমপি স্কুলের ২৭ শিক্ষার্থী পেল পুনাক মেধাবৃত্তি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০২, সেপ্টেম্বর ১২, ২০২৫
সিএমপি স্কুলের ২৭ শিক্ষার্থী পেল পুনাক মেধাবৃত্তি

চট্টগ্রাম: নগর পুলিশ পরিচালিত সিএমপি স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ থেকে দশম শ্রেণির ২৭ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করেছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। একই সঙ্গে পুলিশের আরও ৮ জন অসুস্থ সদস্যকে চিকিৎসা ভাতা প্রদান করা হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরের দামপাড়ার পুনাক কার্যালয় মিলনায়তনে তাদের হাতে বৃত্তির টাকা তুলে দেন পুনাক সিএমপি সভানেত্রী সামিরা আজিজ। এসময় পুনাকের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, পুনাক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কল্যাণমূখী নানান কর্মসূচি পালন করে। আজকের বৃত্তি প্রদানও তার অংশ। ভবিষ্যতেও বৃত্তিসহ বিভিন্ন কর্মসূচি নিয়ে মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকবে পুনাক।

এর আগে পুনাক সভানেত্রী সামিরা আজিজ অন্যান্য অতিথিদের নিয়ে একজন পঙ্গু ব্যক্তির হাতে চিকিৎসা সহযোগিতা এবং দুঃস্থ অসহায়দের মাঝে খাবার বিতরণ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, পুনাকের সাধারণ সম্পাদক মোহসেনা আফরোজ লাবনী, কোষাধক্ষ্য কানিজ ফাতেমা, দপ্তর সম্পাদিকা আজমির পেয়ারী, উৎপাদন সম্পাদিকা ডা. ফারজানা আক্তার, বিপণন সংবাদিকা মাজেদা মজিদ জুঁই ও ফাতেমা যুথি এবং সদস্য সানিয়া আক্তার।

পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।