ঢাকা, সোমবার, ২ চৈত্র ১৪৩১, ১৭ মার্চ ২০২৫, ১৬ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাকলিয়া থানা হেফাজতের ইফতার মাহফিল

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৫
বাকলিয়া থানা হেফাজতের ইফতার মাহফিল

চট্টগ্রাম: হেফাজতে ইসলাম বাংলাদেশ বাকলিয়া থানা শাখার ইফতার মহফিল অনুষ্ঠিত হয়েছে। মাওলানা জয়নুল আবেদিনের সভাপতিত্বে এ ইফতার মাহফিল হয়।

রোববার (১৬ মার্চ) ইঞ্জিনিয়ার আরিফ মাহমুদের সঞ্চালনায় এ মাহফিলের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ ইশতিয়াক হোসাইন।  

প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জননেতা মাওলানা আজিজুল হক ইসলামাবাদী হাফি।

প্রধান অতিথি ছিলেন হেফাজতের নায়েবে আমির আল্লামা আলী উসমান।  

বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগর সভাপতি মাওলানা ইমদাদুল্লাহ সোহাইল, বাকলিয়া থানা সাধারণ সম্পাদক মাওলানা ইকবাল খলিল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহেদ, বায়তুল মা'মুর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সরওয়ার কামাল, মাওলানা নূর মোহাম্মদ ও মাওলানা কামরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৫
এআর/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।