চট্টগ্রাম: লোহাগাড়ায় অজ্ঞাত বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পুরাতন বিওসি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-কুমিল্লার চৌদ্দগ্রামের মো. ফারুকের পুত্র মো. সোহেল (২৫) ও চট্টগ্রামের ভূজপুরের জঙ্গলখৈয়া এলাকার আব্দুর রহমানের পুত্র মো. আবু বক্কর সিদ্দিক (১৪)।
জানা যায়, নিহত সোহেল চট্টগ্রাম শহরে ব্যবসা করেন।
দোহাজারী হাইওয়ে থানার এসআই রুহুল আমিন বলেন, লাশ দুটি থানা হেফাজতে নিয়ে আসা হয়। নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সুরতহাল শেষে লাশ হস্তান্তর করা হয়। ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল থানা হেফাজতে রয়েছে।
এসি/টিসি