ঢাকা, শনিবার, ২ কার্তিক ১৪৩২, ১৮ অক্টোবর ২০২৫, ২৫ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বাসের ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৭, অক্টোবর ১৮, ২০২৫
বাসের ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর  ...

চট্টগ্রাম: লোহাগাড়ায় অজ্ঞাত বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।  

শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পুরাতন বিওসি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-কুমিল্লার চৌদ্দগ্রামের মো. ফারুকের পুত্র মো. সোহেল (২৫) ও চট্টগ্রামের ভূজপুরের জঙ্গলখৈয়া এলাকার আব্দুর রহমানের পুত্র মো. আবু বক্কর সিদ্দিক (১৪)।

জানা যায়, নিহত সোহেল চট্টগ্রাম শহরে ব্যবসা করেন।

তিনি দুই সন্তানের জনক। অপরজন কর্মচারী। চকরিয়া এলাকায় যাওয়ার পথে চট্টগ্রামগামী বাস মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। দোহাজারী হাইওয়ে থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করেছে।  

দোহাজারী হাইওয়ে থানার এসআই রুহুল আমিন বলেন, লাশ দুটি থানা হেফাজতে নিয়ে আসা হয়। নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সুরতহাল শেষে লাশ হস্তান্তর করা হয়। ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল থানা হেফাজতে রয়েছে।

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।