ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩২, ২৩ এপ্রিল ২০২৫, ২৪ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে বাল্যবিয়ে পণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
সীতাকুণ্ডে বাল্যবিয়ে পণ্ড ...

চট্টগ্রাম: সীতাকুণ্ডে বাল্যবিয়ের আয়োজন করার অপরাধে একজন ভারতীয় নাগরিক ও বিয়ের আয়োজককে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।  

মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ বাঁশবাড়িয়া বাদামতল এলাকার অরুণ বাবুর খোলা এলাকায় এ ঘটনা ঘটে।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে ১৪ বছরের এক কিশোরীর বিয়ে আয়োজনের অপরাধে আয়োজক দীপালী বালা নাথকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বর সুশান্ত নাথ (২৭) ভারতীয় নাগরিক। তিনি বিয়ে করতে বাংলাদেশে এসেছিলেন।  

কিশোরীর বাবা লক্ষণ চন্দ্র নাথ বলেন, তিন মেয়ের মধ্যে দুই মেয়েকে আগে বিয়ে দিয়েছি। চায়ের দোকানে কর্মচারী হিসেবে কাজ করে সংসার চালাই। আমার কোনো ছেলে নেই। এখন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছি। ভালো পাত্র পাওয়ায় এবং তেমন খরচ না হওয়ায় মেয়ের বিয়ের প্রস্তাবে রাজি হয়েছিলাম।

উপজেলা সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন বলেন, বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ও সংশ্লিষ্ট ধারায় বিবাহের আয়োজক দীপালী বালা নাথকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১৮ বছরের আগে যেন বিয়ের আয়োজন না করে, সে বিষয়ে কিশোরীর মা-বাবাসহ আয়োজক ও অভিযুক্তকে সতর্ক করা হয়। এ ছাড়া ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে বরকে দেশত্যাগ করতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।