চট্টগ্রাম: নগরের কোরবানিগঞ্জের বলুয়ার দীঘি পাড় খানকাহ্ শরিফের মতোয়াল্লি নুর মোহাম্মদ আলকাদেরীর (র.) ছেলে সাবের আহমদ আর নেই।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।
রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় তিনি ব্রেইন স্ট্রোক করলে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
সাবের আহমদ আনজুমান ট্রাস্টের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন (র.) এর ছোট ভাই। তিনি গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সাবেক সহ সভাপতি, আনজুমান জুলুস মিডিয়া কমিটির সদস্য, খাজা গরিবে নেওয়াজ ওরস উদযাপন কমিটির সদস্য, আলহাজ্ব নুর মোহাম্মদ সওদাগর আলকাদেরী (র.) শিশু-কিশোর সংগঠনের পৃষ্ঠপোষক, মা ও শিশু হাসপাতাল, রেড ক্রিসেন্ট ও ডায়াবেটিস হাসপাতালের আজীবন সদস্যসহ চট্টগ্রামের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।
সোমবার বাদে এশা জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসা মাঠে আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহের (ম. জি. আ) ইমামতিতে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ (ম.জি.আ) ও সৈয়দ মেহমুদ আহমদ শাহ (ম. জি. আ) প্রমুখ। জানাজা শেষে আলমগীর খানকা শরীফের পাশের কবরস্থানে দাফন করা হয়।
সাবের আহমদের মৃত্যুতে আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম (মনজু), ভাইস প্রেসিডেন্ট একিউআই চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আমির হোসেন সোহেল, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দীন, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এসএম গিয়াস উদ্দীন (সাকের), ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি ও মরহুমের ভ্রাতুষ্পুত্র মোহাম্মদ গোলাম মহিউদ্দীন প্রমুখ গভীর শোক জানিয়েছেন।
এআর/পিডি/টিসি