চট্টগ্রাম: জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, আগামীর বাংলাদেশ হবে প্রযুক্তিনির্ভর ও স্মার্ট রাষ্ট্র। সেই বাংলাদেশ গড়ে তুলতে প্রকৌশলীদের শুধু পেশাগত দায়িত্ব নয়, সমাজের প্রতিটি ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখা সময়ের দাবি।
তিনি বলেন, গত ১৭ বছরে অবকাঠামো উন্নয়নের নামে কোটি কোটি টাকা লুট করা হয়েছে, ব্যাংক থেকে অস্বাভাবিক হারে টাকা বিদেশে পাচার করে প্রমাণ করা হয়েছে যে দেশপ্রেম ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক শক্তি দাঁড়িপাল্লার প্রতীকের প্রার্থীর বিকল্প নেই।
রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে নগর জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি প্রকৌশলী রুহুল আমীন ভূঁইয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর এবং চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের জামায়াতে ইসলমী মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জয়নুল আবেদীন, হালিশহর থানার আমীর ও চট্টগ্রাম- ১০ আসনের নির্বাচনী পরিচালক ফকরুল জাহান সিরাজী, ফোরামের চট্টগ্রাম মহানগর সেক্রেটারি প্রকৌশলী নুরুল আলম।
চট্টগ্রাম-১০ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, দেশের অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ ও জ্বালানি খাত, তথ্যপ্রযুক্তি, যোগাযোগ ব্যবস্থা, শিল্পায়নসহ প্রতিটি উন্নয়ন খাতেই প্রকৌশলীদের অবদান অপরিসীম।
তিনি আরও বলেন, সমৃদ্ধ সমাজ গঠনে প্রকৌশলীরা সবসময় বিভিন্ন শ্রেণীর মানুষের সঙ্গে কাজ করে আসছেন শ্রমিক, মালিক, ঠিকাদার থেকে শুরু করে সমাজের সকল স্তরের মানুষের সঙ্গে তাদের সম্পর্ক। এই সম্পর্ককে কাজে লাগিয়ে টেকসই চট্টগ্রাম গঠনে যোগ্য প্রার্থীদের সংসদে পাঠানো সাধারণ মানুষের দায়িত্ব।
ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জয়নুল আবেদীন বলেন, বাংলাদেশের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে প্রকৌশলীদের দক্ষতা উন্নয়ন, গবেষণায় বিনিয়োগ এবং উদ্ভাবনী কার্যক্রমকে আরও এগিয়ে নিতে হবে। একই সঙ্গে দেশপ্রেম, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার কারণে সৎ মানুষের পাশে থাকা প্রকৌশলীদের নৈতিক দায়িত্ব। তিনি চট্টগ্রাম-১০ আসনে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীর পক্ষে প্রকৌশলীদের ভূমিকা রাখার আহ্বান জানান।
প্রকৌশলী মিজবাহ উদ্দীন, প্রকৌশলী কে এম ইসহাক এবং প্রকৌশলী ইয়াছিন আহম্মেদ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ফোরামের সাবেক চট্টগ্রাম মহানগর সেক্রেটারি ও পাঁচলাইশ জামায়াতের আমির প্রকৌশলী মাহাবুবুল হাসান রুমি, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক নির্বাহী প্রকৌশলী রেজাউল বারী, সিবিএফ নেতা প্রকৌশলী আনোয়ারুল আজম শান্ত, ফোরামের মহানগর সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী ইয়াছিন আহম্মেদ।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, ফোরামের মহানগর অর্থ সম্পাদক প্রকৌশলী মিজানুর রহমান, প্রকৌশলী আহসানুল করীম মঞ্জু, প্রকৌশলী জমির উদ্দীন, প্রকৌশলী ইকবাল হোসেন, প্রকৌশলী মনজুরুল হক, প্রকৌশলী মাইনুদ্দীন হাসান জীবন, প্রকৌশলী আরমান হোসাইন, প্রকৌশলী আরাফাতুজ্জামান প্রমুখ।
বিই/পিডি/টিসি