ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩২, ২৩ এপ্রিল ২০২৫, ২৪ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে বন্ধ পাটকল চালু করার দাবি 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
সীতাকুণ্ডে বন্ধ পাটকল চালু করার দাবি  ...

চট্টগ্রাম: বাংলাদেশ পাটকল শ্রমিক দলের উদ্যোগে বন্ধ থাকা সব পাটকল ও টেক্সটাইল মিল চালু করা এবং শ্রমিকদের ন্যায্য পাওনার দাবিতে সীতাকুণ্ড শিল্পাঞ্চলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আর আর জুট মিলের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ও সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জহুরুল আলম জহুর।

 

প্রধান বক্তা ছিলেন পাটকল শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক শ্রমিক নেতা সালামত উল্যাহ। আর আর জুট মিলের সাধারণ সম্পাদক নুরুল নবীর সভাপতিত্বে বক্তব্য দেন শ্রমিক নেতা মোহাম্মদ ইদ্রিস, মাহমুদউল্লাহ, মমিনুল হক, আবুল হোসেন, আবুল মুনসুর, জসিম উদ্দিন, ইউসুফ আজাদ, আবু জাফর, আবু হানিফ, জসিম উদ্দিন ভুঁইয়া, কাজী বদর উদ্দিন, আলাউদ্দিন, দেলওয়ার হোসেন, মো. মুরাদ, সেলিম উদ্দিন, লোকমান হোসেন রকিব, মো. ইলিয়াস হোসেন, মো. জয়লাল আবেদিন দুলাল, আবুল কাসেম, আক্তার হোসেন, মো. ফয়েজ উল্লাহ, রুস্তম আলী, মো. হেলাল প্রমুখ।

 

একই সময় সীতাকুণ্ড শিল্পাঞ্চলের আর আর টেক্সটাইল মিল, গুল আহম্মদ জুট, গালফারা হাবিব লিমিটেড, এম এম জুট মিল, হাফিজ জুট মিলের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।  

উল্লেখ্য, ২০২০ সাল থেকে দেশে ২৫টি পাটকল বন্ধ রয়েছে। এতে দেড় লাখ শ্রমিক-কর্মচারী বেকার হয়ে পড়েন।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।