ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সন্দ্বীপে যৌথ অভিযানে অভিযানে মাদক ও অস্ত্র উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৯, এপ্রিল ২৩, ২০২৫
সন্দ্বীপে যৌথ অভিযানে অভিযানে মাদক ও অস্ত্র উদ্ধার

চট্টগ্রাম: সন্দ্বীপে নৌবাহিনীর যৌথ অভিযানে মাদক ও পিস্তলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।  

মঙ্গলবার (২২ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার আজিমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে বিশেষ অভিযান পরিচালনা করে নৌবাহিনী ও পুলিশ।

 

অভিযানে সন্ত্রাসী মামুনের বাড়িতে তল্লাশি করে মাদক এবং তার বাড়ির পেছনের খাল হতে পিস্তল, চাইনিজ কুড়াল, চাপাতিসহ ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

জানা যায়, সন্ত্রাসী মামুনের বিরুদ্ধে অন্যের জমি দখল, মারামারি, অবৈধ অস্ত্র-মাদক ব্যবসা ও চাঁদাবাজির সঙ্গে জড়িত।

বর্তমানে মামুন আত্মগোপনে রয়েছে। অভিযানে জব্দ অস্ত্র ও মাদক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সন্দ্বীপ থানায় হস্তান্তর করা হয়েছে।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্দ্বীপসহ দায়িত্বপূর্ণ এলাকায়  নিয়মিত অভিযান চলমান রয়েছে বলে নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়।

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।