চট্টগ্রাম: সন্দ্বীপে নৌবাহিনীর যৌথ অভিযানে মাদক ও পিস্তলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার আজিমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে বিশেষ অভিযান পরিচালনা করে নৌবাহিনী ও পুলিশ।
অভিযানে সন্ত্রাসী মামুনের বাড়িতে তল্লাশি করে মাদক এবং তার বাড়ির পেছনের খাল হতে পিস্তল, চাইনিজ কুড়াল, চাপাতিসহ ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
জানা যায়, সন্ত্রাসী মামুনের বিরুদ্ধে অন্যের জমি দখল, মারামারি, অবৈধ অস্ত্র-মাদক ব্যবসা ও চাঁদাবাজির সঙ্গে জড়িত।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্দ্বীপসহ দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত অভিযান চলমান রয়েছে বলে নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়।
বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
পিডি/টিসি