ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩২, ২৬ এপ্রিল ২০২৫, ২৭ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে পিকআপ উল্টে প্রাণ গেল শিশুর, আহত ৭

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৫
সীতাকুণ্ডে পিকআপ উল্টে প্রাণ গেল শিশুর, আহত ৭ ...

চট্টগ্রাম: সীতাকুণ্ডে যাত্রীবাহী বাসের ধাক্কায় মালবাহী পিকআপ ভ্যান উল্টে জাকিয়া ইসলাম (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় আহত হয় শিশুর মা-বাবাসহ আরও ৭ জন।

শনিবার (২৬ এপ্রিল) সকাল ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া চৌধুরী মার্কেট সংলগ্ন ইউনিটেক্স স্পিনিং মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- নিহত শিশুর বাবা জামাল উদ্দিন (৩৮) ও মা লাইজু বেগম (৩০), ভাই মো.ফয়সাল (১৪), নানি সেলিনা বেগম (৬০), খালা রিমা আক্তার (২৮), খালাতো বোন সুমাইয়া আক্তার (৫) ও গাড়ির চালক মো. রায়হান (২৪)।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, ভোলার বাসিন্দা জামাল উদ্দিন ঢাকার আশুলিয়া এলাকায় থাকতেন। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নিয়ে ঢাকা থেকে পরিবার-পরিজন ও মালামালসহ চট্টগ্রামের উদ্দেশে রওনা হন তিনি। তাদের বহনকারী পিকআপ ভ্যান বাঁশবাড়িয়া এলাকা অতিক্রমকালে একটি যাত্রীবাহী বাস ওভারটেক করার চেষ্টা করে। এতে বাসটির পেছনের অংশের সাথে পিকআপ ভ্যানের ধাক্কা লাগে এবং পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়।
 
কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মমিন জানান, আহতরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নিহত শিশুর মরদেহ চমেক মর্গে রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৫
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।