ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

প্রবাসীর বাড়িতে ডাকাতি, হামলায় আহত ৪

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৫, এপ্রিল ২৬, ২০২৫
প্রবাসীর বাড়িতে ডাকাতি, হামলায় আহত ৪ ...

চট্টগ্রাম: পটিয়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল ঘরের ছাদ দিয়ে ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে লুটপাট চালায়।

এসময় তাদের অস্ত্রের আঘাতে আহত হন পরিবারের ৪ সদস্য।

শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ধলঘাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তারান শরীফের নতুন বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

 

আহতরা হলেন- প্রবাসী নেজাম উদ্দিন (৪০), জসিম উদ্দিন (৪৫), জামাল উদ্দিন (৩৮) ও ওই পরিবারের এক অন্তঃসত্ত্বা নারী। তাদেরকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান জরুরি বিভাগের চিকিৎসক তারেকুল ইসলাম।

ডাকাতের হামলার শিকার প্রবাসী নেজাম উদ্দিন জানান, ‘অস্ত্রধারী ডাকাতরা রাত ৩টার দিকে তাদের ঘরে প্রবেশ করে পরিবারের সবার মোবাইল নিয়ে হাত-পা বেঁধে ফেলে। এরপর নগদ ৭০-৮০ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণ, ৫টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল লুট করে নিয়ে যায়। প্রায় দেড় ঘন্টা ধরে চলে ডাকাত দলের তাণ্ডব। তাদের মারধরে ৪ জন আহত হয়েছি। ঘরে থাকা বিভিন্ন খাবার খেয়ে তারা উল্লাস করে। পরে পোষাক পরির্তন করে চলে যায়’।

ধলঘাট ইউনিয়ন পরিষদের দফাদার বিকাশ দাশ জানান, ডাকাতদল প্রবাসীর ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে অন্তঃসত্ত্বা এক নারীসহ ৪ জনকে মারধর করে এবং বিভিন্ন মালামাল নিয়ে যায়। পটিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৫
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।