চট্টগ্রাম: অসুস্থ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়াকে দেখতে গেলেন বিএনপি'র কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল।
অসুস্থ হওয়ায় তাঁর শারীরিক অবস্থার খবর নিতে
শনিবার (২৬ এপ্রিল) দুপুরে পটিয়ায় ইদ্রিস মিয়ার বাড়িতে দেখতে যান তিনি।
এসময় মীর হেলাল বলেন, যে গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন নিয়ে দেশের মানুষ জীবন দিয়ে বিপ্লব ঘটিয়েছে তা আজ গভীর ষড়যন্ত্রের মধ্যে দিয়ে যাচ্ছে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বিএনপি সবসময় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অটল ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি'র আহ্বায়ক এরশাদ উল্লাহ, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, সাবেক চেয়ারম্যান আজিজুল হক চৌধুরী, বদরুল খায়ের চৌধুরী, জামাল হোসেন, সাইফুউদ্দীন সালাম মিঠু প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৫
এমআর/টিসি