ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

২৯ এপ্রিল স্মরণে চট্টগ্রাম প্রেস ক্লাবে আলোকচিত্র প্রদর্শনী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০২, এপ্রিল ২৮, ২০২৫
২৯ এপ্রিল স্মরণে চট্টগ্রাম প্রেস ক্লাবে আলোকচিত্র প্রদর্শনী

চট্টগ্রাম: ১৯৯১ সালের ২৯ এপ্রিল প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের স্মরণে চট্টগ্রাম প্রেস ক্লাবে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে দশটায় প্রেস ক্লাবে এ প্রদর্শনী শুরু হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। সভাপতিত্ব করবেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি।
দৈনিক পিপলস ভিউ সম্পাদক সাংবাদিক ওসমান গনি মনসুরসহ ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষদর্শী, ভূক্তভোগীরা সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেবেন।

আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য, আমন্ত্রিত অতিথি এবং আগ্রহীদের উপস্থিত থাকার জন্য চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি এবং আলোকচিত্র প্রদর্শনী উপ-কমিটির আহ্বায়ক গোলাম মাওলা মুরাদ  অনুরোধ জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৫
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।