চট্টগ্রাম: ফটিকছড়ি উপজেলার একটি বেসরকারি মাদ্রাসায় ১২ বছর বয়সী এক ছেলে শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে।
রোববার (২৭ এপ্রিল) রাত ৮টার দিকে ফটিকছড়ি পৌরসভা বিবিরহাট (সিটি সেন্টারের) ৪র্থ তলায় দারুল আজকা ফয়জিয়া মাদরাসার তিন শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ উঠে।
গ্রেপ্তাররা হলেন- দারুল আজকা ফয়জিয়া মাদরাসার হেফজ বিভাগের শিক্ষক গোলাম রাব্বি (২২), কিতাব বিভাগের শিক্ষক মো. নুরুল ইসলাম (২৪) ও পেয়ারুল ইসলাম (১৯)।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ বলেন, তিনজন শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে শিক্ষকদের থানায় নিয়ে আসা হয়। মামলা পরবর্তী তাদের গ্রেপ্তারের মাধ্যমে সোমবার আদালতে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৫
বিই/পিডি/টিসি