ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

নদীতে ভাসছিল কিশোরের মরদেহ 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৫, এপ্রিল ৩০, ২০২৫
নদীতে ভাসছিল কিশোরের মরদেহ  ...

চট্টগ্রাম: কর্ণফুলী নদী থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

বুধবার (৩০ এপ্রিল) সকালে নগরের চান্দগাঁও থানাধীন হামিদচর এলাকায় নদীতে ভাসমান অবস্থায় পাওয়া যায় মরদেহটি।

ওই কিশোরের নাম মো. রাহাত (১৪)। সে বহদ্দারহাট এলাকার মো. লিয়াকতের ছেলে এবং চান্দগাঁও সানোয়ারা বালক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

রাহাত চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন জুনিয়র ক্রিকেট দলে খেলতো।

চান্দগাঁও থানার এসআই আব্দুল কুদ্দুস জানান, মঙ্গলবার স্কুলে যাওয়ার পর আর ফেরেনি রাহাত। স্কুল ছুটির পর তার পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেছিল। বুধবার মরদেহটি উদ্ধার করা হয়েছে। রাহাত কাদের সঙ্গে স্কুল থেকে বের হয়েছিল এবং কোথায় গিয়েছিল, এসব বিষয় তদন্ত করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৫
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।