চট্টগ্রাম: ৪১৮ হজ যাত্রী নিয়ে মদিনার উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়েছে হজের প্রথম ফ্লাইট। শনিবার (৩ মে) বিকেল সাড়ে ৫ টায় শাহ আমানত থেকে হজযাত্রী নিয়ে উড্ডয়ন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-১৩৭।
সূত্র জানায়, এ বছর ৮৭ হাজার ১০০ হজযাত্রী বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এর মধ্যে চট্টগ্রাম থেকে যাবেন ৭ হাজার ১০০ জন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেলা ব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) আল মামুন ফারুক, চট্টগ্রাম থেকে ১৭টি ফ্লাইট যাবে মদিনা এবং জেদ্দায়। এর মধ্যে ১৫ টি সরাসরি গন্তব্যে রওনা দিবে বাকি দুটি ঢাকা হয়ে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করবে। এখন পর্যন্ত চট্টগ্রাম থেকে যাত্রার উদ্দেশ্যে সাড়ে ৬ হাজারের ওপর হজযাত্রী রেজিস্ট্রশন করেছে হাব। আজকে যাত্রা করা প্রথম ফ্লাইটে ৪১৮ জন যাত্রী রয়েছেন। চট্টগ্রামে হজের ফিরতি ফ্লাইট শুরু হবে ১৭ জুন।
এদিকে, এ বছরের চট্টগ্রাম থেকে প্রথম হজ ফ্লাইটের উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এসময় হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেলা ব্যবস্থাপক আল মামুন ফারুকের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর। উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যসচিব জাহিদুল করিম কচি।
এমআর/টিসি