ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘কাউকে ভালো রাখতে পারলাম না'

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫২, মে ৭, ২০২৫
‘কাউকে ভালো রাখতে পারলাম না' ...

চট্টগ্রাম: চিরকুটে স্পষ্ট ছিল বউ-শাশুড়ির দ্বন্দ্ব। শেষ পর্যন্ত এ দ্বন্দ্বের বলি পলাশ।

পারিবারিক কলহ নিরসন করতে না পেরে নিজেই বেছে নিলেন আত্মহত্যার পথ।  

বুধবার (৭ মে) দুপুরে র‍্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের তৃতীয় তলার অফিস কক্ষ থেকে সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পলাশ সাহা (৩৭)-র গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।

তাঁর মরদেহের পাশে পাওয়া যায় একটি চিরকুট। মৃত্যুর আগে লিখে যাওয়া সেই চিরকুটে ছিল কাউকে ভালো রাখতে না পারার আফসোস। পাশাপাশি ছিল, বউকে স্বর্ণ দিয়ে যাওয়ার বার্তা।

পাঠকদের জন্য চিরকুটের লেখাটি হুবহু দেওয়া হলো- ‘আমার মৃত্যুর জন্য মা এবং বউ- কেউ দায়ী না। আমিই দায়ী। কাউকে ভালো রাখতে পারলাম না। বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাইয়ের ওপর। তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য। দিদি যেন সবকিছু কো-অর্ডিনেট করে। '

৩৭তম বিসিএসের মাধ্যমে পুলিশ ক্যাডারে যোগ দেন পলাশ সাহা। মৃত্যুর আগে তিনি র‍্যাব-৭ সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তারাশি গ্রামে।

পলাশের মৃত্যুর বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বাংলানিউজকে বলেন, তাঁর (পলাশ) মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, মে ৭, ২০২৫
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।