চট্টগ্রাম: ফটিকছড়ির দাঁতমারায় হাঁছি মিয়া (৬৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৭ আগস্ট) সকালে ভুজপুর থানাধীন দাঁতমারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বালুখালী এলাকায় একটি বাড়ির সামনে রাস্তা থেকে লাশটি উদ্ধার করা হয়।
হাঁছি মিয়ার বাড়ি ওই ইউনিয়নের নিচিন্তা গ্রামে।
পুলিশ জানায়, শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
ভুজপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নুরুল আলম জানান, সকাল ৭টার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, মঙ্গলবার রাতে হাঁছি মিয়া স্থানীয় একটি বাড়িতে দাওয়াতে যান এবং সেখানে রাতযাপন করেন। ভোরে দোকান খোলার উদ্দেশ্যে যাওয়ার পর পথে তার লাশ পাওয়া যায়।
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিবার থেকে কোনো অভিযোগ বা মামলা করা হয়নি।
এসি/টিসি