চট্টগ্রাম: নগরের পাহাড়তলী থানার মাদক মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো.আব্দুর রাজ্জাককে ১৭ বছর পর গ্রেপ্তার করেছে র্যাব-৭।
আব্দুর রাজ্জাক (৩৬) হাটহাজারী উপজেলার গড়দুয়ারা এলাকার মৃত কবির আহমদের ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুর রাজ্জাক হাটহাজারীর পূর্ব মেখল বাদামতল এলাকায় অবস্থান করার খবর পেয়ে মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল সোয়া তিনটার দিকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমআই/টিসি