ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কারাগারে নেওয়ার সময় পালানো আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৩, মে ৭, ২০২৫
কারাগারে নেওয়ার সময় পালানো আসামি গ্রেপ্তার ...

চট্টগ্রাম: হাজতখানা থেকে বের করে প্রিজনভ্যানে তোলার সময় পালিয়ে যাওয়া সীতাকুণ্ড থানার মাদক মামলার আসামি আনোয়ার হোসেনকে ৮ দিন পর গ্রেপ্তার করা হয়েছে।  

বুধবার (৭ মে) দুপুর আড়াইটার দিকে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার দাউদকান্দি লঞ্চ টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

এর আগে গত ২৯ এপ্রিল বিকেল তিনটার দিকে প্রিজন ভ্যানে তোলার সময় সে পালিয়ে যায়।

চট্টগ্রাম অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. রাসেল বাংলানিউজকে বলেন, প্রিজনভ্যানে তোলার সময় পালিয়ে যাওয়ার পর থেকে চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় টানা ৩০ ঘণ্টা অভিযান চালানো  হয়।

অভিযানের এক পর্যায়ে আজ (বুধবার) মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার দাউদকান্দি লঞ্চ টার্মিনাল এলাকা থেকে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।  

 বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মে ৭, ২০২৫
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।