ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

‘শিক্ষার্থীদের প্রযুক্তি নির্ভর দক্ষতা অর্জন অপরিহার্য’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩০, সেপ্টেম্বর ১০, ২০২৫
‘শিক্ষার্থীদের প্রযুক্তি নির্ভর দক্ষতা অর্জন অপরিহার্য’ ...

চট্টগ্রাম: বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে ৩ দিনব্যাপী সেন্ট্রাল আইটি ফেস্ট ২০২৫ পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।  

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের হলরুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

আইটি ক্লাবের সভাপতি মো. রাহাত ইবনে সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আওরঙ্গজেব, বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইনচার্জ ড. এস এম শোয়েভ, আইটি ক্লাবের চিফ এডভাইজর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী, হ্যালো ওয়ার্ল্ড কমিউনিকেশনস লিমিটেড এর প্রধান প্রযুক্তি কর্মকর্তা শুভ্র দেব কর, ডেল্টা ইমিগ্রেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলমগীর, সিটিজি গ্যাজেট অ্যাকসেসরিজ প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বায়েজিদ হোসেন, ডেপুটি রেজিস্ট্রার সালাহ্উদ্দিন শাহরিয়ার, আইটি ক্লাবের উপদেষ্টা ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ফারহানা নাসরীন, ইংরেজী বিভাগের প্রভাষক ইমরান উদ্দিন চৌধুরী, আইন বিভাগের প্রভাষক তৌহিদুল ইসলাম জিহাদী প্রমুখ।     

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এফ এম আওরঙ্গজেব বলেন, তথ্যপ্রযুক্তি আজকের বিশ্বে প্রতিটি খাতের মেরুদণ্ড।

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা, বাস্তবমুখী অভিজ্ঞতা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ দিতে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা, প্রতিযোগিতা এবং নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আশা করি, আমাদের শিক্ষার্থীরা এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশের আইটি সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। শুধু পড়াশোনার জন্য নয়, বরং জীবন ও কর্মক্ষেত্রের প্রতিটি ধাপেই প্রযুক্তি নির্ভর দক্ষতা অর্জন অপরিহার্য হয়ে উঠেছে। শিক্ষার্থীরা যদি সঠিক সময়ে সঠিক দক্ষতা অর্জন করতে পারে, তাহলে তারা শুধু দেশের ভেতর নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখতে পারবে।

প্রোগ্রামিং, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও কনটেন্ট, ই-স্পোর্টস, আইডিয়া কনটেস্ট ও ক্যাপচার দ্য ফ্ল্যাগ (CTF)—এই ছয়টি প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছে। এবারের এ আয়োজনে স্পন্সর হিসাবে ছিল হ্যালো ওয়াল্ড কমিউনিকেশন, ডেল্টা ইমিগ্রেশন ইভেন্ট পার্টনার হিসেবে, গিফট পার্টনার হিসেবে ছিল চিটাগাং গেজেট।  

এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।